বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শহরের দয়াময়ী এলাকায় অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে জেলা প্রশাসন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. ইউসুপ আলী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসকের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি, সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

