Nabadhara
ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জামালপুর জেলা স্কুল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।

খেলা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুজ্জামান।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে এবং দলগত প্রচেষ্টার শিক্ষা দেয়।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।