রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় রাতের অন্ধকারে এক কৃষকের ১১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠে কৃষক সাইদুর রহমান দেখতে পান তার দুই বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই শেষ। সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তিনি।
সাইদুর রহমান জানান, দুই বছর আগে সিন্দুর কুসুম্বী গ্রামে সাড়ে ১৫ শতক জমিতে তিনি আমের বাগান গড়ে তোলেন। তার বাগানে বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাতের ১৩৩টি আমগাছ ছিলো। দুই বছরের পরিশ্রমের পর এবার অনেক গাছে মুকুল আসার উপক্রম হয়েছিলো। সকালে সাইদুর রহমান বাগানে এসে দেখেন, ১৩৩টির মধ্যে ১১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা বলছেন, পূর্বশত্রুতা, জমি সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা কৃষক সাইদুর রহমানের এতো বড় ক্ষতি করেছে। এ ঘটনায় পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

