নওগাঁ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সাথে আসনটির পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম এবং উপজেলা জামায়েতর সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
এ সময় মাওলানা মাহফুজুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। দুই উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় গিয়েছি। জনগণ এবার পরিবর্তন দেখতে চায়। তারা ন্যায়ের শাসন দেখতে চায়। নির্বাচনে মানুষ এবার জামায়াতকে বেছে নিবে। নির্বাচন সুষ্ঠু হলে ইনশাআল্লাহ এই আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে।

