Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহ ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “ডেভিল হান্ট ফেস- টু” অভিযানে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার পাটগাতী বাজার, কুশলী ও শ্রীরামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার চার আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

গ্রেপ্তারকৃতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার সাহা (৪৫), পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম শেখ (৪৮), কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওমর (৪৫) এবং আওয়ামী লীগ নেতা আলম শেখ (৫০)।

ওসি আইয়ুব আলী বলেন, বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগের চার নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জানে আলম ও ওমরকে গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল & কলেজের সামনে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, বাকি দুইজন অভিজিৎ ও আলমকে গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় তাদেরও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা জনিত কারনে “ডেভিল হান্ট ফেস- টু” অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।