কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে প্রধান অতিথি ও বক্তারা প্রবাসীদের অবদান, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এস শাজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোলায়মান গাজী, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির বিন সুলতান, সাংবাদিক মিজানুর রহমান বুলু ও গৌরাঙ্গ লাল দাস।
বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশ গমন নিশ্চিত করা গেলে প্রবাসীরা আরও সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠান শেষে প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।

