হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
শার্শা উপজেলার সার্বিক উন্নয়নে তিনটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, বেনাপোল স্থলবন্দরকে আধুনিক ও জনবান্ধব করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে শার্শার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা জামায়াতের উদ্যোগে নাভারন দারুল আমান ট্রাস্ট কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে শার্শাকে একটি নিরাপদ, আদর্শ ও বসবাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন ব্যবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সীমান্ত বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম ও কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ। এছাড়া শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মাদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নাভারন প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদ, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

