কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ্জাক মোল্লা পদত্যাগ করে যুবদলে যোগদান করেছেন।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার অবদারহাট বাজারে এক অনুষ্ঠানে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগদানের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, আমতলী ইউনিয়ন যুবদলের সম্পাদক সবুজ মিয়া, সহ-সভাপতি হেলাল মিয়া, আমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাকিম বিল্লাহ, সহ-সভাপতি মেহেদী হাসান শামিম, যুবদল নেতা রুবেল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে রাজ্জাক মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন যাবত আমতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখন আমি স্বেচ্ছায় যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান করলাম এবং তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করব।”
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোতে নতুন নেতাকর্মীদের যোগদানের ধারা অব্যাহত রয়েছে। এ ধরনের যোগদান দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

