বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় দীনুল ইসলাম (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর)রাতে পৌর এলাকার নয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দীনুল ইসলাম পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গত ২০ নভেম্বর বকশীগঞ্জ থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় রাতে দীনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে আওয়ামী লীগের নয়াপাড়া আঞ্চলিক শাখার মানব সম্পদ বিষয়ক সম্পাদক।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট-২ এর অভিযানে দীনুল ইসলামকে গ্রেপ্তারের শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

