মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল। প্রধান অতিথি ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। সাধারণ সম্পাদক ওবাইদুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, যুবদল নেতা মাস্টার এনামুল হক ও শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের ও নুরুল ইসলাম।
সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

