Nabadhara
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা থানার ওসির সাথে মন্দির কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের সাথে উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ ডিসেম্বর, ২৫ ইং তারিখ সকাল সাড়ে ১১টায় দেবহাটা থানার ওসির অফিস রুমে উক্ত মতবিনিময় সভাটি হয়। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, সিসি ক্যামেরা চালু রাখা ও সকল নাগরিকের সবধরনের নিরাপত্তা রক্ষার্থে পুলিশ সর্বদা তৎপর ও দুষ্কৃতকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত আছে বিষয়টি নিশ্চিত করে সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, নিজেদের সাথে সাথে দেশের নিরাপত্তা রক্ষার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

কোন অপরাধী অপরাধ করলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার পরামর্শ প্রদান করে ওসি বলেন, অপরাধীদের কোন দল নেই অন্য কোন পরিচয় নেই।
তাদের একটাই পরিচয় তারা অপরাধী, তাই কোন ধরনের বিশৃঙ্খলা বা অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবেনা।

উক্ত মতবিনিময় সভায় দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, এসআই তন্ময় সাহা, এএসআই মাহবুব হোসেন, এএসআই লিয়াকত আলী, দেবহাটা বাজার দূর্গা পূজা মন্দিরের সভাপতি ঝন্টু দে, কোষাধ্যক্ষ লক্ষীকান্ত দত্ত, দিপঙ্কর ঘোষসহ উপজেলার ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।