দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে হযরত আলী নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার নোনামাটিয়াল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে শনিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা সংক্রান্ত মামলায় হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জয়নগর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে বলে জানান
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

