যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছার স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের বিরুদ্ধে গোপনে বিদ্যালয়ের ১০টি মেহগনি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য শরিফুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ে বহুতল বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ চলছে। এর অজুহাতে প্রধান শিক্ষক এককভাবে সিদ্ধান্ত নিয়ে ১০টি মেহগনি গাছ বিক্রি করেছেন। গাছগুলোর আনুমানিক মূল্য তিন লাখ টাকার বেশি। অভিযোগে বলা হয়েছে, রাতের অন্ধকারে গাছগুলো কেটে স্থানান্তর করা হয়েছে এবং সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সহযোগিতায় প্রধান শিক্ষকের ভাই আব্দুল মজিদের কাছে বিক্রি করা হয়েছে।
স্থানীয়রা দাবি করেছেন, বিক্রির টাকা বিদ্যালয়ের সভাপতি ও চৌগাছা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে। স্থানীয় বাসিন্দা মহি বিশ্বাসের ছেলে জয়নুর রহমান বলেন, “প্রধান শিক্ষক নতুন ভবনের অজুহাতে গাছগুলো বিক্রি করেছেন। সভাপতি ও এলাকার কেউ জানেন না। টাকা স্কুল ফান্ডে না গেলে আমরা বিক্ষোভ করব।”
অভিযুক্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান জানিয়েছেন, “গাছ কাটা হয়েছে সঠিকভাবে। এ বিষয়ে বেশি কিছু বলবো না।”
বিদ্যালয়ের সভাপতি ও চৌগাছা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, “গাছ কাটার বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

