Nabadhara
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা প্রশ্নে রুমিন ফারহানা বললেন, ‌‘নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবেন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি তার বাবার মতো স্বতন্ত্র হয়ে নির্বাচিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—এটা সময়ই বলে দিবে।”

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা দারগাবাড়ি মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “১৯৭৩ সালে আমার বাবা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। আমি জানি না, বাপের মতো মেয়েরও কপাল কি না। বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—এটা সময়ই বলে দিবে। তবে স্বতন্ত্র হয়লেও আপনার বাপ-চাচারা ভুল করেননি। তারা আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে ভোট দিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “আমাদের দেশনেত্রী বিএনপির অভিভাবক বেগম খালেদা জিয়া জীবন দিয়েছেন, আপোষ করেননি। নিজের শরীরে হাজারটা অসুখ রেখে একা লড়াই করেছেন, তবু স্বৈরাচারী হাসিনার সঙ্গে আপোষ করেননি।”

সভায় সভাপতিত্ব করেন সৈয়দটুলা গ্রামের বিশিষ্ট সর্দার মালু মিয়া। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ।

উল্লেখ্য, বিএনপি এখনো এ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।