মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
কালিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ আসর কালিয়া বাসস্ট্যান্ডে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নড়াইল ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুর রহমান, কলাবাড়ীয়া ইউনিয়নের সভাপতি মুফতি খালিদ, মাউলি ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা বাহালুল হোসাইন, কলাবাড়ীয়া ইউনিয়নের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি আনিস নূর নড়াগাতী থানা যুব মজলিসের সভাপতি মুফতি রেজাউল করিম সুলতানি সহ-সভাপতি মাওলানা মিনহাজুল ইসলাম আনাস প্রমুখ।
এ সময় বক্তারা ওসমান হাদী হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি হাদীর স্বপ্ন ইনসাপের রাষ্ট্র বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পরিশেষেঃ হাদীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে কালিয়া শহরে বিভিন্ন সড়কে জনসংযোগ করেন নড়াইল ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুর রহমান।

