আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোক্তার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সহ-সভাপতি মিলন রহমান, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মিরাজ আলী এবং দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ দেবহাটার পাঁচটি ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে দেবহাটা উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোকলেছুর রহমান সভাপতি, সাইদ হাসান সাধারণ সম্পাদক এবং সরোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন জেলা নেতৃবৃন্দ। সম্মেলন শেষে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনকে আরো সুসংগঠিত করতে জাতীয়তাবাদী শ্রমিকদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবহাটা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আনারুল ইসলাম এবং আহ্বায়ক মোক্তার আলী।

