Nabadhara
ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে কটাক্ষের অভিযোগে সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষককে শোকজ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 
ডিসেম্বর ২১, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটাক্ষমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও সোনাগাজী পৌর জামায়াতের সেক্রেটারি মো. মহসিন ভূঞা।

তিনি জানান, ওমর ফারুক ভুল বুঝতে পেরে তার ফেসবুক স্ট্যাটাসটি মুছে ফেলেছেন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, প্রধান শিক্ষক ওমর ফারুকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সোনাগাজী পৌর বিএনপি। এতে স্বাক্ষর করেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর অভিযোগ করেন, ওমর ফারুক অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিদ্যালয়টিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং ফেনী ও ঢাকাসহ বিভিন্ন স্থানে জমি ও ফ্ল্যাট ক্রয় করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ওমর ফারুক রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ দখল করেন। বর্তমানে তিনি জামায়াতের নেতার মতো ভূমিকা পালন করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে তাকে অবিলম্বে পদ থেকে অপসারণ করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ওমর ফারুক তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে লেখেন—“শোনা যাচ্ছে নেতা মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করেছেন, এখন মুচলেকা দিয়ে দেশে ফিরতে পারেন। ছিঃ! এ জীবনের! এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। বিড়ালের মতো ১০০ বছর বাঁচার চেয়ে সিংহের মতো ১ ঘণ্টা বাঁচাই উত্তম—যার প্রমাণ শরীফ ওসমান হাদী।”

এই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার ছবি ও পোস্ট প্রকাশ করতে থাকেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক ওমর ফারুকের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।