Nabadhara
ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ডিসেম্বর) সকাল ১০ টায় বিনা সাতক্ষীরার পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন, ড. মোঃ হাসানুজ্জামান (পিএসও এবং প্রকল্প পরিচালক, বিসিসিটিএফ প্রকল্প,বিনা, ময়মনসিংহ)।

প্রধান অতিথি ছিলেন, মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।

বিশেষ অতিথি ছিলেন- খুলনা অঞ্চল কর্মকর্তা ড. বিভাস চন্দ্র সাহা, বিনা ময়মনসিংহের প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, সাতক্ষীরা খামার বাড়ির  পরিচালক মোঃ সাইফুল ইসলাম, খুলনা বিভাগীয়  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আক্তার।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, ড. রেজা মোহাম্মদ ইমন (পিএসও এবং প্রকল্প সমন্বয়ক, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, বিনা,ময়মনসিংহ)।

কর্মশালায় খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১ ইঞ্চি জমিও পতীত থাকবে না। বাড়ির ছাদ  থেকে শুরু করে নদী- খালের কিনারে,পুকুরপাড়, ঝোপ-ঝাড়ে সব জায়গায় ফসলের আবাদ করতে হবে।

খুলনার সাতক্ষীরা,কয়রা, দাকোপ বটিয়াঘাটাসহ বিভিন্ন অঞ্চল লবণাক্ত। এ সমস্ত জায়গায় লবণ সহিষ্ণু বিনা -১০ ধান রোপন করে ফসলের উৎপাদন বাড়ানো যেতে পারে।
তিনি বলেন, বিনা এক, বিনা দুই, বিনা তিনসহ বিভিন্ন ধরনের উদ্ভাবিত লেবুর চাষ বৃদ্ধি করতে হবে।

সোয়াবিন, তরমুজ,সরিষা,গম, ভুট্টার আবাদ বৃদ্ধি করতে হবে। নতুন নতুন উদ্ভাবিত ধানচাষে কৃষকদের আরো বেশি করে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য জেলা ও উপজেলার কর্মকর্তাদের মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে আলোচনায় বসতে হবে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার, বীজ সরবরাহ করতে হবে। তাদেরকে আধুনিকিয়ান করতে হবে। ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। এজন্য সকল কর্মকর্তাদের আরো বেশি আন্তরিক ও দায়িত্বশীল হয়ে মাঠে কাজ করতে হবে।

কর্মশালায় সাতক্ষীরা -খুলনার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।