দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, জহুরুল করিম বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা, হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীম, দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্মআহবায়ক মাহবুবুর রহমান ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল।

