Nabadhara
ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ধোবাউড়ায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল-এর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করি। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ দিনে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রাখা সম্ভব।”

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ আয়োজনের মাধ্যমে বড়দিনের আনন্দে অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন।

এ সময় ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।