Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি 
ডিসেম্বর ২৩, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের কালাইয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রুবেল হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে তাকে ধাওয়া করে আটক করা হয়।

রুবেল হোসেন কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের আফসার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের ১ আগস্ট কালাই থানায় একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। দীর্ঘ শুনানীর পর ২০২৪ সালের ১১ নভেম্বর দায়রা জজ আদালত রুবেল হোসেনের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

কারাদন্ডাদেশের পর থেকেই আসামী পলাতক ছিলেন। আজ মঙ্গলবার সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে মাটিডালি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে রুবেল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রুবেল হোসেনকে গ্রেফতারের মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা একজন সাজাপ্রাপ্ত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।