ফেনী প্রতিনিধি
ফেনীতে আলোচিত এক ধর্ষণ মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং মিথ্যা ও সাজানো মামলার মাধ্যমে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাদী হাজেরার সঙ্গে জাল কবির গং আপোষের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরে বিভিন্ন থানায় ও আদালতে সাজানো গণধর্ষণ মামলাসহ প্রায় অর্ধশত মামলা দায়ের করে নিরীহ মানুষকে হয়রানি করছে। তারা দাবি করেন, এটি একটি সংঘবদ্ধ মামলাবাজ চক্রের কাজ।
মানববন্ধনে বক্তব্য রাখেন মিথ্যা মামলায় এক বছর কারাভোগ শেষে জামিনে মুক্ত নিজাম উদ্দিন। তিনি বলেন, “জাল কবির গং দীর্ঘদিন ধরে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে সাধারণ মানুষকে ফাঁসিয়ে আপোষের নামে অর্থ আদায় করে আসছে। প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে, অথচ নিরীহরা জেল-হয়রানির শিকার হচ্ছে।”
বক্তারা আরও অভিযোগ করেন, এ মামলার প্রকৃত ধর্ষণকারী হিসেবে পরিচিত জাল কবির (৩৩) ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো নির্দোষ সাতজনকে গণধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম, নেজাম উদ্দিন, নিজাম উদ্দিন শুক্কুল, আবদুল লতিফ, আবদুল মালেক, আবদুল হান্নান ও মো. হানিফ।
ভুক্তভোগীরা দাবি করেন, মামলাটি আপোষে মীমাংসার জন্য কারাগারে ওকালতনাম পাঠানো হয়েছে এবং নতুন নতুন মামলা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, এক পর্যায়ে পুলিশ অভিযুক্ত জাল কবিরকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলা করে সে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়, যা এখনও উদ্ধার হয়নি।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং মিথ্যা মামলা থেকে নিরীহদের অব্যাহতির দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী আব্দুল মালেক, হাফেজ আহমেদ, আব্দুল খলিল, ইয়াহিয়া, তাজুল ইসলাম, নিজামদ্দিন, আব্দুল মান্নান, মাফিয়া খাতুন, আনামিয়া, আবদুল হালিম, আবুল বশর, নুর ইসলাম শাহ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

