Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, আটক-৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
ডিসেম্বর ২৪, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে। যা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে শ্রীপুর উপজেলার লতিবপুর গ্রামে কাশেমের ইটভাটায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফরিদ সরকার দীর্ঘ ১৭ বছর প্রবাসে ছিলেন।

গত বছর ৫ আগস্টের পর দেশে ফিরে তিনি এলাকায় একটি ইটভাটার ব্যবসা শুরু করেন।

পরিবারের দাবি, প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে চলমান মামলার সূত্র ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা কাশেমের ইটভাটায় ফরিদ সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান সবুজের মাধ্যমে খবর পেয়ে নিহতের বড় ভাই মোঃ ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।

পরে স্থানীয়দের সহায়তায় ফরিদ সরকারকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহম্মদ বলেন, ব্যবসায়িক ও পারিবারিক দ্বন্দ্ব-এই দুই দিককে সামনে রেখে তদন্ত এগোচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটনের লক্ষ্যে প্রাথমিকভাবে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।