Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়ি হামলার ঘটনায় গ্রেফতার তিন 

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু,সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদরের ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন, সাতক্ষীরা সদর থানার ধুলিহর সানাপাড়ার  ইমান আলীর ছেলে রহমত আলী (৪৩), একই গ্রামের  ফয়েজ আলীর ছেলে  আশিকুজ্জামান (২৫) ও  জিহাদ আলীর ছেলে  ইমদাদুল ইসলাম (২৭)। বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে  তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, সদরের নেহালপুর এলাকার হাজীখালী গেট হতে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর  ডান ও বাম তীরবর্তীর মাটি বালু অবৈধভাবে সংগ্রহ করে আসছে আসামীরা।

এবিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী নিয়োজিত প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠালে  আসামীরা তাকে হুমকি-ধামকি প্রদান করে।

এরপর তিনি বিষয়টি অবহিত করলে ওই কর্মকর্তা (বাদী) তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর ক্যাম্প ইনচার্জকে মৌখিলভাবে অবহিত করেন।

তিনি আরো বলেন, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের অফিসার সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকাল অনুমান ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে একটি মাটি ভর্তি ট্রলিসহ আসামী কেসমত আলীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। অন্যান্য আসামীরা এই সংবাদ পেয়ে দলবেঁধে সাতক্ষীরা সদর থানাধীন ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হাজির হয়। তারা  পুলিশের উপর হামলা করে ফাঁড়িতে ভাংচুর চালায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে মাটির ট্রলি ও আসামী কিসমত আলীকে ছিনিয়ে নিয়া যায়। এঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য,  সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে বুধবার অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এরা হলেন-ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।