Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করলেন ইউএনও

আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
ফেয়ার মিশনের আয়োজনে প্রতিবছরই এই বই মেলার আয়োজন করা হয়।

এবছরও পারুলিয়া বালিকা বিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর,২০২৫) বিকাল ৪টায় ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়।

ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটার সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা সাহিত্য পরিষদের পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম।

এসময় ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস.এম মজনুর রহমানসহ ফেয়ার মিশনের কর্মকর্তারা, বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, বই মানুষকে জ্ঞান দান করে। যত পড়া যাবে তত জ্ঞান অর্জন হবে। তাই সবাইকে বেশি বেশি বই পড়ার জন্য তিনি আহবান জানান। বই মেলায় ১৫টি স্টল বসেছে। আগামী ২৭ ডিসেম্বর শনিবার বই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।