Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি উপজেলার ৩০টি চার্চে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ডিসেম্বর ২৫, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি উপজেলার ৩০টি চার্চে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ বড়দিন উদযাপন করা হচ্ছে। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রার্থনা, ধর্মীয় আচার ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু এবং আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান বিভিন্ন চার্চ পরিদর্শন করেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

উপজেলার ৩০টি চার্চে ইতোমধ্যে সরকারি বরাদ্দকৃত সহায়তা ছাড় করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খানকে সঙ্গে নিয়ে বিভিন্ন চার্চ ও বাজার এলাকায় পরিদর্শন করেন। এ সময় তারা বড়দিন উদযাপন কমিটি, চার্চের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং বাজারের সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেন।

প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বড়দিন পালনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি আসন্ন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনেও সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এদিকে বড়দিন উপলক্ষে চার্চগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও প্রশাসনের তদারকিতে আশাশুনিতে বড়দিন উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।