Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
ডিসেম্বর ২৫, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভ্রমণ শেষে অংশগ্রহণকারী সকল সদস্য নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন।

গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি–কক্সবাজার গন্তব্যে প্রেস ক্লাবের পরিবহন যাত্রা শুরু করে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১৯ ডিসেম্বর সকালে ভ্রমণপিপাসু সদস্যরা সাজেক ভ্যালিতে পৌঁছান এবং সেখানে রাত্রিযাপন করেন।

২০ ডিসেম্বর ভ্রমণ দল খাগড়াছড়ি, আলুটিলা, রহস্যময় গুহাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন। পাহাড়-প্রকৃতির অপরূপ সৌন্দর্যে দর্শনার্থীরা কিছু সময়ের জন্য ব্যস্ত জীবন থেকে নিজেদের হারিয়ে ফেলেন। এদিন চট্টগ্রাম ও কুমিল্লা হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করা হয়।

২১ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত, বঙ্গবন্ধু টানেল, ঝাউবন, হিমছড়ি পাহাড়, বসুন্ধরা সি-বিচ ও ইনানী সি-বিচসহ নানা দর্শনীয় স্থান ঘুরে দেখেন ভ্রমণকারীরা। বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়ে সবাই ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলেন। ওই দিন রাতেই ভ্রমণের যবনিকা টেনে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয় পরিবহন।

২২ ডিসেম্বর সকালে মহান আল্লাহর রহমতে সবাই মাশাল্লাহ নিরাপদে আশাশুনিতে ফিরে আসেন। বার্ষিক আনন্দ ভ্রমণের আহ্বায়ক লিংকন আসলাম ও সদস্য সচিব জাকির হোসেনের সুন্দর ব্যবস্থাপনায় এবং ক্লাবের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় এ শিক্ষণীয় ও আনন্দঘন ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়।

ভ্রমণে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।