আক্তারুজ্জামান বাচ্চু,সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সং সদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র প্রচারণা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আফরোজা আখতার।
এ সময় জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জানান, প্রচারণার মাধ্যমে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ, গণভোট ও পোস্টাল ভোট সম্পর্কে ভোটারদের ধারণা দেওয়া হচ্ছে।
প্রচারণার অংশ হিসেবে নির্বাচন ও গণভোট বিষয়ক ভিডিও প্রদর্শন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ‘ভোটের গাড়ি’ সাতক্ষীরায় পৌঁছায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

