ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভেড়ামারা হাসপাতাল সড়কের যাত্রী ছাউনির সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজয়নগর গ্রামের সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮)।
ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাসপাতাল সড়কের শেষ প্রান্তে যাত্রী ছাউনির কাছে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই সিয়াম হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুর রশীদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে অপরজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

