আমিনুল ইসলাম দুর্গাপুর (রাজশাহী)প্রতিনিধ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭:৫০ মিনিটে বানেশ্বর ইউনিয়নের শিবপুরহাট হাইওয়ে থানার সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ জীবন (৪৫), পিতা- মোঃ জিন্নাহ, গ্রাম- খুটিপাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী। তিনি শিবপুর বাজার থেকে লাল রঙের হাঙ্ক মোটরসাইকেল (রেজি. নং- রাজশাহী-ল ১২-০০৯৯) যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি তুহিন পরিবহনের বাস (রেজি. নং- ঢাকা মেট্রো-ব ১৪-৪৪৮৯) দ্রুতগতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জীবন রাস্তায় ছিটকে পড়ে মাথার এক পাশে বাসের চাকা উঠলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পবা হাইওয়ে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
পবা হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

