রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার দাকোপ থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দাকোপ থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের কাছে গ্রহণযোগ্য করতে জেলা পুলিশ খুলনা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, মাদক, ইভিটিজিং ও চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনগণের সহায়তা পেলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় অংশ নেওয়া স্থানীয় সুধীজন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও জননিরাপত্তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভা শেষে পুলিশ সুপার দাকোপ থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্বে কোনো ধরনের গাফিলতি না রাখার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন; দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

