Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর-৫ মনিরামপুর আসনে শহীদ ইকবালের মনোনয়ন বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন মানতে পারছেন না বীরমুক্তিযোদ্ধারা। অবিলম্বে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রাখার দাবিতে তারা সংবাদ সম্মেলন করেছেন। মনোনয়ন বহাল না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

রোববার দুপুরে মনিরামপুর প্রেসক্লাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা খান আকতার হোসেন বলেন, “গত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সময় বীরমুক্তিযোদ্ধাদের রক্ষার দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বিপদ ও আপদে তিনি আমাদের দেখভাল করেছেন। এই কারণে উপজেলার সকল পর্যায়ের মুক্তিযোদ্ধারা তার মনোনয়ন পরিবর্তনে ব্যথিত।”

তিনি আরও বলেন, “মনোনয়ন বহাল না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ইছাক আলী, সাবেক কমান্ডার আলাউদ্দীন, গোলাম রসুল, ইকবাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২৪ ডিসেম্বর বিএনপির ১২ দলীয় জোটের অংশ হিসেবে মাওলানা রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়নপ্রার্থী ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।