আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে প্রায় ৪৫ লক্ষ ৫০ হাজার টাকার ৬ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে জাটকা জব্দ করে। অভিযানটি মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে। তল্লাশির সময় ৬ হাজার ৫০০ কেজি জাটকা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা।
পরবর্তীতে ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

