Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর বোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২ হাজার ৭৮৬ পরীক্ষার্থী

যশোর প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষা বোর্ডে শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা (অষ্টম শ্রেণি) শুরু হয়েছে। রোববার (—) বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩৮ হাজার ৬৭৭ জন। এর মধ্যে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৭৮৬ জন।

জেলা ভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো- খুলনায় ৫৪৭ জন, বাগেরহাটে ২২৪ জন, সাতক্ষীরায় ২৩৬ জন, কুষ্টিয়ায় ৫০৭ জন, চুয়াডাঙ্গায় ১৯২ জন, মেহেরপুরে ১১৯ জন, যশোরে ৩৭৭ জন, নড়াইলে ১৬১ জন, ঝিনাইদহে ২৯০ জন এবং মাগুরায় ১৩৩ জন।

প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরীক্ষা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে পরীক্ষা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।