Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে খড়ের পালায় বারবার আগুন, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি 
ডিসেম্বর ২৮, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী গ্রামে একটি কৃষক পরিবারের খড়ের পালায় (গো-খাদ্য) বারবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত চার দিনে তিন দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোছাঃ তানজিনা আকতার সেতু অভিযোগ করেন, গত ২৪, ২৬ এবং ২৭ ডিসেম্বর গভীর রাতে পরিকল্পিতভাবে তাদের খড়ের পালায় আগুন দেওয়া হয়েছে। এতে গবাদি পশুর খাদ্য ভস্মীভূত হয়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তানজিনা আকতার জানান, সর্বশেষ আগুন দেওয়ার ঘটনায় তারা অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে শনাক্ত করেছেন। অভিযুক্তের নাম নিরোন মন্ডল। তিনি একই গ্রামের মৃত মিরু মন্ডলের মেজো ছেলে।

তিনি আরও অভিযোগ করেন, লিখিত অভিযোগ দানের পরও নিরোন মন্ডল ও তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রকাশ্যে তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খড়ের পালায় আগুন দেওয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।