Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ ইং অনুষ্ঠিত হয়

Link Copied!

মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা রোজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১০.০০ ঘটিকায় খালিয়াজুড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

জানা যায় খালিয়াজুড়ি উপজেলার উচ্চ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক মোট ১৫ টি বিদ্যালয়ের ১৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৫৭ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশ নেন এবং ১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত রহিয়াছে।

কেন্দ্র সচিব রবীন্দ্র চন্দ্র বিশ্বাস ও সহকারী কেন্দ্র সচিব দীপংকর দত্ত রায় এবং হল সুপার নির্মল কান্তি তালুকদার বলেন সুন্দর, সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় পরীক্ষার্থীর প্রতিযোগিতা বৃদ্ধিসহ লেখা পড়ার প্রতি মনোনিবেশ বাড়বে।

উক্ত পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার বলেন, দীর্ঘ দিন পর অনুষ্ঠিত হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, যারফলে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোনিবেশ ও আগ্রহ বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ার কারণে শিক্ষার্থীসহ অভিভাবকদেরও শিক্ষার প্রতি মনোনিবেশ বাড়বে। যারফলে শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি পাবে এবং সকল শিক্ষার্থী প্রতিযোগিতা মূলক শিক্ষা গ্রহণ করার জন্য উৎসাহিত হবে। খালিয়াজুড়ি কেন্দ্রে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতি প্রায় ৯০% সুন্তুষজনক। বাকি ১০% শিক্ষার্থী কেন অনুপস্থিত রহিয়াছে? এ বিষয়ে আমি কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিব কে সঠিক ভাবে প্রতিটি বিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে আমাকে জানানোর জন্য বলেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।