হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২:৩০ টায় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ এর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি ।
এসময় ড. কেরামত আলী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পরিকল্পনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি । একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ড. কেরামত আলী ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

