রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার ছয়টি সংসদীয় আসনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান ও জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু এবং জামায়াতের এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল মনোনয়নপত্র জমা দেন।
খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও জামায়াতের অধ্যাপক মাহাফুজুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং জামায়াতের মো. কবিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এবং বিএনপির প্রার্থী আলী আসগর লবী মনোনয়নপত্র দাখিল করেন। খুলনা-৬ আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নির্বাচন অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। প্রার্থীদের সঙ্গে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।

