Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর-১বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মনজুরুল ইসলাম

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা করেন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপি সভাপতি মো আমিরুল ইসলাম বাহার, কাহারোল উপজেলা বিএনপি সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, বীরগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম সেনা ও কাহারোল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নির্বাচনে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি’র নেতৃবৃন্দরা।

মনোনয়ন দাখিল শেষে মনজুরুল ইসলাম বলেন, দিনাজপুর-১ আসনের সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়ন নিশ্চিত করতেই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।