রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তামান্না ফেরদৌসের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, মোংলা উপজেলা বিএনপির সভাপতি হাওলাদার আ. মান্নান, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা সহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে বাগেরহাট-৩ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে, এ বিষয়ে আমরা আশাবাদী।
এর পূর্বে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন পত্রের ফটোকপি জমা দেন এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ। তিনি ইতিমধ্যে বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা বরাবর রবিবার মনোনয়ন পত্র জমা দেন বলে তিনি নিশ্চিত করেছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।#

