Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডেসওয়া আলফাডাঙ্গা কমিটির ইউএনও-ওসির সঙ্গে সাক্ষাৎ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাক্তন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করা সংগঠন ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট-এর নবগঠিত উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) “শৃঙ্খলা ও দেশপ্রেম” প্রতিপাদ্যকে সামনে রেখে ডেসওয়া ট্রাস্টের আলফাডাঙ্গা উপজেলা শাখা (কোড নং–০১০৯০৩) ও পৌর শাখার নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী এবং আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান-এর সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে ডেসওয়া আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মোঃ বাবুল ভুইয়া ও সাধারণ সম্পাদক মোঃ মানোয়ার মিয়া, এবং আলফাডাঙ্গা পৌর কমিটির সভাপতি মোঃ সাহের মোল্যা ও সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন নেতৃত্ব দেন।

এ সময় ডেসওয়া ট্রাস্টের নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশপ্রেমমূলক কর্মসূচি এবং বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা প্রশাসনের সামনে তুলে ধরেন।

উল্লেখ্য, ডেসওয়া ট্রাস্ট বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন (নিবন্ধন নং: IV-66)। ২০০৯ সাল থেকে সংগঠনটি অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করে আসছে। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মোঃ আফাজুল হক (অবঃ), এ্যাডভোকেট, চেয়ারম্যান—ডেসওয়া ট্রাস্ট-এর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ডেসওয়া ট্রাস্টের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।