Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর–৬ আসনে স্বতন্ত্র প্রার্থী শুভ শাহ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

আগামী ২০২৬ সালের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুর–৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ) আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন বাড়ছে।

এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক অধিকার আন্দোলনের পরিচিত মুখ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।

গতকাল রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) তিনি বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি “কৃষি বাঁচলে বাঁচবে দেশ, এই স্লোগানকে সামনে রেখে কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মাঠে সক্রিয় রয়েছেন।

উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক হিসেবে তিনি
বিরামপুরসহ দিনাজপুর অঞ্চলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ, সার ও অন্যান্য কৃষি উপকরণের মূল্য নির্ধারণে কার্যকর কৃষিনীতি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।

এদিকে দিনাজপুর–৬ আসনে এবার মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আনোয়ারুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি পার্টি) থেকে ব্যারিস্টার সানি আব্দুল হক, স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ এবং অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ।

কৃষকবান্ধব রাজনীতি, স্পষ্ট অবস্থান ও দীর্ঘদিনের মাঠপর্যায়ের আন্দোলনের কারণে শাহনেওয়াজ ফিরোজ শুভর প্রার্থিতা দিনাজপুর–৬ আসনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

তার অংশগ্রহণে নির্বাচনী প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হবে এবং কৃষক সমাজের প্রত্যাশা প্রতিফলিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করছেন সমর্থকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।