Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে মাঝরাতে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

উত্তরের জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন।

এই কনকনে শীতে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন।

​গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা মাদ্রাসা ও এতিমখানায় আকস্মিক উপস্থিত হয়ে ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও নিজ হাতে এতিমখানার ছাত্রদের গায়ে কম্বল জড়িয়ে দেন। প্রাথমিক পর্যায়ে ১০০টিরও বেশি উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। মাঝরাতে হঠাৎ হাতে উষ্ণ কম্বল পেয়ে এতিমখানার কোমলমতি ছাত্রদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

​শীতবস্ত্র বিতরণকালে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, তীব্র শীতে অসহায় মানুষ, বিশেষ করে এতিম শিশুরা অনেক কষ্টে আছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। এটি আমাদের দায়িত্বের একটি অংশ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের সামান্যতম উষ্ণতা দেয়, তবেই আমাদের সার্থকতা। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

​সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতায় করা।

​এ সময় ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সিএ সঞ্জয় কুমার দত্তসহ স্থানীয় মাদ্রাসার শিক্ষকবৃন্দ। মাদ্রাসার সুপার ও শিক্ষকরা প্রশাসনেরএই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।