মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিএনপির চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে।
মঙ্গলবার (৩০ শে ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই কোরআন খতম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ে সকাল থেকে পবিত্র কোরআন খতম করেন বিভিন্ন মাদরাসার আলেমগন ও শিক্ষার্থীরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম করেন জেলা বিএনপি।
কোরআন খতম কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি মো. মহিউদ্দিন বলেন, সারা বাংলাদেশের অভিভাবক আজ দুনিয়া থেকে চলে গেলেন। আমরা তার জন্য কোরআন খতম দিয়েছি। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত। সকলে কাছে তিনি খালেদা জিয়ার বিদেহী আত্বার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

