রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি তার আয়-ব্যয় ও সম্পদের বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মিয়া গোলাম পরওয়ারের প্রধান আয়ের উৎস ব্যবসা। এ খাত থেকে তার বার্ষিক আয় চার লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, তার হাতে নগদ অর্থ রয়েছে পাঁচ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি ব্যাংক হিসাবে জমা রয়েছে সাত লাখ ২৪ হাজার ৭৩৩ টাকা।
তার স্ত্রীর নামে রয়েছে দুই হাজার ৬৭৫ টাকা নগদ অর্থ এবং ১৫ ভরি স্বর্ণালংকার। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে ২২ লাখ টাকা।
সম্পদের বিবরণে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেছেন, তার নামে এক কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া প্রায় ১৪ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পত্তির মালিক তিনি।
নির্বাচনি হলফনামায় দাখিল করা এসব তথ্য নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

