Nabadhara
ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ডিসেম্বর ৩১, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে বুধহাটা করিম সুপার মার্কেট প্রাঙ্গণে এ গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জানাযার আয়োজন করা হয়।

গায়েবানা জানাযায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযায় ইমামতি করেন মাওলানা আব্দুল ওহাব এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা শওকত হোসেন। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রীর রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

জানাযা শেষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।