সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদরের বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ইনস্টিটিউটের বরাদ্দকৃত রুম থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহতের নাম মোঃ শাহজাহান আলী সরদার। তিনি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বাসিন্দা।
জানা গেছে , বুধবার সকালে তার রুমে ডাকাডাকি করে কোন সাড়া না মেলায় কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।
কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এস,এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

