মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুর( নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণার খালিয়াজুরীতে আইন শৃঙ্খলা সহ মাসিক সমন্বয় সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১’০০ ঘটিকার সময় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।
বক্তব্য রাখেন, বিএনপির সভাপতি ও গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান কেষ্টু, চেয়ারম্যান আবু হাকিম, শামীম মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন,খালিয়াজুরী হাসপাতালের ডাঃ মোঃ ফজলুল হক কাজল, উপজেলা প্রকৌশলী মোঃ আউলাদ হোসেন, মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আজিমেল কদর, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল মিয়া, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ।
বক্তব্যের শুরুতেই প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ, বিএনপির চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের বিষয়ে সকলকে অবহিত করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন) তার আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক প্রস্তাব উত্তাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, সাথে সাথে শোক প্রস্তাবটি সকলের সম্মতিক্রমে পাশ করেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুকুল থিগিদী, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ মুক্তার হোসেন, সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মোঃ িইকবাল হোসেন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, পল্লী বিদুৎ এর এজিএম জিল্লুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া, গ্রাম আদালতের সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম, তথ্য আপা সুকন্যা চৌঃ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
সভাপতি মহোদয় ত্রোয়দশ জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয়ে সকলকে অবহিত করেন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর প্রতিযোগিতামুলক নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা সভার সমাপ্ত ঘোষণা করেন।

