Nabadhara
ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ভোটারকে ভয় দেখানোর দায়ে ২ মাসের কারাদণ্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

নির্বাচনপূর্ব সময়ে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাবিত করার অপরাধে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে (৩০ ডিসেম্বর ২০২৫) এক ভোটারকে বল প্রয়োগের মাধ্যমে জোরপূর্বক আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসে হাজির করার অভিযোগে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত অভিযুক্ত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, তিনি অবৈধভাবে ভোটারদের ওপর বল প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্র আরও জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অধীনে প্রণীত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন,“সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ভোটারকে ভয়ভীতি দেখানো কিংবা অবৈধভাবে প্রভাব বিস্তারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ও আইন ভঙ্গের ঘটনায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের এ পদক্ষেপকে সময়োপযোগী ও দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।