মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের পাতার উচ্ছ্বাসে আনন্দে ভরে ওঠে দিনাজপুরের বিরামপুর উপজেলা।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন পাঠ্যবই—যা যেন নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় আর নতুন শুরুর প্রতীক হয়ে ওঠে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত মুখ, চোখে-মুখে আনন্দের ঝিলিক
সব মিলিয়ে তৈরি হয় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোস্তাক হোসেন, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক আশফিকুর রহমান চৌধুরী এবং ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় এক অন্যরকম আনন্দ। নতুন বইয়ের চকচকে পাতা উল্টে দেখছে তারা, কেউ কেউ আবার বই বুকে জড়িয়ে ধরে যেন ভবিষ্যতের স্বপ্ন আঁকছে।
এই আনন্দের প্রতিচ্ছবি হয়ে ওঠে বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ রোখছানা আক্তার। পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণিতে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও নতুন বই পেয়ে তার আনন্দ যেন বাঁধভাঙা। হাসিমাখা মুখে সে জানায়, নতুন স্কুল ও বই পেয়ে সে খুবই খুশি এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফল করার স্বপ্ন দেখছে।
সাইফুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক বলেন, বছরের শুরুতেই বই হাতে পাওয়ার এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে। বই বিতরণের মধ্য দিয়ে বিরামপুরে নতুন বছর শুরু হলো শিক্ষার আলো, আনন্দ আর আশার বার্তা নিয়ে।

